রহমত নিউজ ডেস্ক 03 June, 2023 10:04 AM
দেশের ঐতিহ্যবাহী বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও উম্মুল মাদারিস আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামিয়া আজিজুল উলূম বাবুনগরের মুহতামিম ও আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আজ (৩ জুন) শনিবার গণমাধ্যমে প্রদত্ত এক শোকবার্তায় তিনি এস শোক জানান। এর আগে, শুক্রবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উম্মুল মাদারিস খ্যাত আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। শনিবার (৩ জুন) বাদ মাগরিব হাটহাজারী জামিয়ার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং জামিয়ার কবরস্থানে হযরতকে দাফন করা হবে।
আল্লামা বাবুনগরী বলেন, মরহুম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া একজন হক্কানী ও তাকওয়াবান আলেম। তিনি দীর্ঘ তিন যুগ ধরে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস হাটহাজারী জামিয়ার শিক্ষকতাসহ বহুমুখী দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। গত প্রায় দেড় বছর ধরে প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন। একই সাথে তিনি ঈমান-আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহসভাপতি ও খতমে নবুওয়াত আন্দোলনের সভাপতির দায়িত্বে আছেন। তিনি অল্প সময়ে সকল স্তরের নেতৃত্বে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীরাহমাতুল্লাহি আলাইহি ইন্তিকালের পর মরহুম অল্প সময়ে দারুল উলূম হাটহাজারী জামিয়ার পরিচালনাসহ ইসলামী অঙ্গনে নেতৃত্বের জায়গায় বিশেষ ভূমিকা পালন করে গেছেন।
তিনি আরো বলেন, মরহুম মাওলানা ইয়াহইয়া ব্যক্তিগতভাবে আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। ঈমান-আক্বিদার বিষয়সহ দ্বীনি যেকোন বিষয়ে প্রায়ই আমার সাথে কথা বলতেন ও পরামর্শ নিতেন। জামিয়া আজিজুল উলূম বাবুনগরের প্রতিও তাঁর অকৃত্রিম ভালবাসা ছিল। এভাবে তাঁকে হঠাৎ হারিয়ে ফেলবো, কখনো ভাবিনি। আল্লাহর ইচ্ছায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাঁর এই ইন্তিকালে ইলমি ও দাওয়াতী অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পুরণ হবার নয়। মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতে উঁচু মাক্বামের জন্য বিশেষভাবে দোয়া করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর সকল শোকাহত শিক্ষক-ছাত্র এবং অগণিত শাগরিদ-ভক্তদের প্রতি প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।